মেটেলি: মেটেলির পর্যটনের মানচিত্রে জুড়ল নতুন পালক। আই লাভ মূর্তি, আই লাভ দার্জিলিং, আই লাভ গরুবাথানের পর এবার আই লাভ সামসিং-এর ফলক উন্মোচন করা হল। শুক্রবার মেটেলির পর্যটনকেন্দ্র সামসিং লালিগুরাস পিকনিক স্পটে ফলকের উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের অধ্যক্ষ আশ্রিতা লাকরা মুন্ডা, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুন্ডা, সহ সভাপতি মেডোনা থাপা, মেটেলি হাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপেন্দ্র দর্জি সহ আরও অনেকে। জানা গিয়েছে, মেটেলি হাট গ্রাম পঞ্চায়েতের তরফে ওই ফলক বসানো হয়। প্রথমদিনই ফলকের সামনে বহু পর্যটককে সেলফি তুলতে দেখা যায়।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial