কুশমন্ডিঃ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে দালালরাজ আটকাতে করা পদক্ষেপ গ্রহণ করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। সম্প্রতি এক নির্দেশিকায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ভূমি ও ভূমি সংস্কার অফিস গুলিতে মুহুরি, ল-ক্লার্ক, দালালদের ঢোকা বন্ধ করতে একটি নির্দেশিকা জারি করে। জেলা প্রশাসনের নির্দেশ সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বুধবার ঘুরে দেখলেন কুশমন্ডি (Kushmandi) ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার এবং আইসি তপন পাল।
বিডিও অমরজ্যোতি সরকার বলেন, ‘জমি সংক্রান্ত বিষয়ে যেকোনরকম সহযোগিতা করার জন্য আধিকারিকরা রয়েছেন। সেখানে বাড়তি কোন মানুষের প্রয়োজন নেই। বহু সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়ে প্রচুর টাকা নষ্ট করে ফেলেন। নকল দলিল দেখিয়ে অন্যের জমি নিজের নামে রেকর্ড করার ঘটনাও বহুবার সামনে এসেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এবং জমির কাগজ সংক্রান্ত যে কোন বিষয়ে সাধারণ মানুষ যাতে পরিসেবা পান সেই দিকেই নজর দিতে নড়েচড়ে বসেছে প্রশাসন।’ বিএলআরও প্রিতম দাশ শর্মা জানিয়েছেন, ‘ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এসে যাতে সাধারণ মানুষ স্বচ্ছভাবে কাজ করতে পারেন তারই একটি উদ্যোগ প্রশাসন নিয়েছে।’
ল-ক্লার্ক সংগঠনের কুশমন্ডির সম্পাদক মহামুদুর রহমান বলেন, ‘সাধারণ মানুষ প্রতারিত হবেন আমরা এটা চাইনা। কুশমন্ডি ব্লকে ২২ জন ল-ক্লার্ক রয়েছেন যারা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নানা পরিষেবা সাধারণ মানুষকে দিয়ে আসছেন দীর্ঘ বছর ধরে। বর্তমানে জমি সংক্রান্ত কোন কাজ অনলাইন ছাড়া করা যায়না। সেই ক্ষেত্রে তাদের অফিসের ভেতরে গিয়ে কাজ করার প্রয়োজন পড়েনা।’ সংগঠনের সদস্য পরিমল সরকার বলেন, ‘যারা ভূমি সংস্কার দপ্তরের জমি সংক্রান্ত বিষয়ে কাজ নিয়ে আসেন তারা নিজেরাই অফিসে যান। তবে সেই কাজ যদি প্রশাসন একেবারে বন্ধ করে দেয় তাহলে শুধুমাত্র কুশমন্ডি নয় গোটা রাজ্যের কয়েক হাজার ল-ক্লার্ক তাদের সংসার নিয়ে পথে বসবেন।’
আরও পড়ুনঃ জিআই শংসাপত্র পেলেন ৯ মুখা শিল্পী