বর্ধমান ২৯ ফেব্রুয়ারিঃ চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হল দেড় বছরের শিশু কন্যা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বর্ধমান হাওড়া কর্ড শাখার আপ লোকাল ট্রেনে। পাল্লারোড এলাকার বাসিন্দারের মাধ্যমে খবর পেয়ে আরপিএফ রাতে আপ লাইনের সিগন্যাল পোটের কাছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা শিশুকন্যাকে উদ্ধার করে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
বাবা বিজয় চোধুরী জানান, হাওড়া থেকে পরিবারের সকলে মিলে বর্ধমানে আসছিলেন লোকাল ট্রেনে। নিজেরা গল্পে মজে থাকায় কখন তাদের দেড়বছরের মেয়ে কৃশিকা ট্রেনের দড়জার সামনে চলে যায় টেরই পাননি। ট্রেন পাল্লারোড স্টেশান ছাড়ার সময়ে ঝাঁকুনিতে টাল সামলাতে না ট্রেন থেকে পড়ে যায় কৃশিকা। রেল পুলিশের সুপার (হাওড়া ) কে কারনান বলেন , ‘শিশুটি এখন ভাল আছে বলে জানা গিয়েছে’।
নিকাশিনালার নোংরা জল ঢুকে ব্যাহত জনজীবন
তুফানগঞ্জ পুরসভার নিকাশিনালার নোংরা জল ঢুকে পড়ল সংলগ্ন অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মণীন্দ্রনগর এলাকায়।
Read more