ভোপাল: ৮০ ফুট গর্তে পড়ে গিয়েছিল দেড় বছরের শিশুকন্যা। ১০ ঘণ্টার চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করল পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার নওগাঁও গ্রামের ঘটনা। বৃহস্পতিবার দুপুরে গর্তে পড়ে যায় দেড় বছরের দিব্যাংশী। ৮০ ফুট গভীর গর্তের প্রায় ১৫ ফুট গভীরতায় আটকে যায় সে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে যায় এসডিআরএফ-র একটি দলও। গর্তে সিসিটিসি ক্যামেরা ঢুকিয়ে শিশুর গতিবিধি লক্ষ্য রাখে উদ্ধারকারী দল। গর্তে অক্সিজেন সরবরাহও করা হয়। দিব্যাংশী যে গর্তে পড়ে গিয়েছিল, সেই গর্তের পাশেই আরেকটি গর্ত করা হয় জেসিবি মেশিন ব্যবহার করে। এরপর একই উচ্চতায় পৌঁছে তাকে উদ্ধার করা হয়। ছাতারপুর জেলা কালেক্টর জানিয়েছেন, শিশুকন্যাকে গর্ত থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial