ফাঁসিদেওয়া: নদী থেকে অবৈধ বালি-পাথরপাচারের অভিযোগে ১ জনকে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেপ্তার করল। ধৃত সুকুর চন্দ্র সিংহ (৩২) উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মঙ্গলবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন মুরালীগঞ্জ চেকপোস্টে নাকা তল্লাশি চালানোর সময় পুলিশ একটি লরি আটক করে। লরিতে বালি-পাথর বোঝাই ছিল। লরির চালকের কাছে নদী থেকে বালি-পাথর নিয়ে যাওয়ার কোনও বৈধ নথি ছিল না। এরপরই বিধাননগরের দিক থেকে চোপড়াগামী বালি-পাথর বোঝাই লরিটি এবং সেটির চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশি জিজ্ঞাসাবাদে লরির চালক বালি-পাথর পাচারের কথা স্বীকার করে নেয়। এরপরই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি, পাচারে ব্যবহৃত লরিটি পুলিশ আটক করেছে। এই পাচারে আর কেউ জড়িত কিনা তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ অবাক কীর্তি শিশুর, ৩ বছর বয়সের আগেই ঝড়ঝড়ে সংস্কৃত মন্ত্র