হলদিবাড়ি, ১৯ মার্চঃ কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে হলদিবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করলো। পুলিশ সূত্রের খবর, ধৃত মহম্মদ মজিবর বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। ধৃত মজিবরের বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার রাতে ১৩ বছরের নাবালিকা কন্যা সহ ২ নাবালক পুত্রকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে, নাবালিকার বাবা সস্ত্রীক ধান সেদ্ধ করতে বেরিয়েছিলেন। সেই সুযোগে ৩ কন্যা সন্তানের বাবা মহম্মদ মজিবর ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে। আনুমানিক রাত ১১টা নাগাদ বাড়িতে গিয়ে, কিশোরীর পরিজনেরা অভিযুক্তকে বিবস্ত্র অবস্থায় জানলা দিয়ে পালিয়ে যেতে দেখেন। প্রতিবেশী ব্যক্তি বুধবার রাতে হলদিবাড়ি থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার এএসআই কৃষ্ণ বর্মন ও এএসআই শেখর রায় দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে, রাতে স্থানীয় ভোলারহাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more