তুফানগঞ্জঃ এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের ঢোপগুড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মলিন দাস (৪০)। অভিযুক্ত যুবক মাখন দাসকে গ্রেপ্তার করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, সোমবার দুপুরে মলিনবাবুর বাড়িতে গিয়ে তাঁর কাছ থেকে পান চায় অভিযুক্ত মাখন দাস। অভিযোগ, বাড়িতে পান নেই বলে জানাতেই মলিনবাবুর ওপর চড়াও হয় মাখন। সেই সময় হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মলিনবাবুর বুকে আঘাত করে অভিযুক্ত। এরপরই প্রতিবেশীরা ছুটে এসে মলিনবাবুকে নাটাবাড়ি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সক।
এদিকে, ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত মাখন। ঘটনাস্থলে যায় পুলিশ। প্রতিবেশীদের অভিযোগ, প্রতিদিন মদ্যপ অবস্থায় এলাকায় উত্তেজনা তৈরি করত মাখন দাস। বেশ কয়েকজনকে মারধরও করেছে সে। অভিযুক্ত মাখনের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
তুফানগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কয়েকজন যুবক অভিযুক্তকে মারধর করেছে। বর্তমানে সে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।