রাজগঞ্জ: নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। শুক্রবার বিহারের সিওয়ান জেলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার হেপাজত থেকে ওই নাবালিকা ছাড়াও হারিয়ে যাওয়া অন্য এক যুবতীকে উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম বাপন দেবনাথ (২২)। বাড়ি জলপাইগুড়ি কোতোয়ালি থানার পাহাড়পুর এলাকায়। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাহাড়পুর এলাকার ১৬ বছরের এক নাবালিকা রাজগঞ্জের কুকুরজানে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। গত ১৭ সেপ্টেম্বর ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। একই দিনে কুকুরজানের ১৮ বছরের এক যুবতী নিখোঁজ হয়ে যায়। মেয়ে দুটির পরিবারের তরফে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানান, তদন্তে নেমে ওই তিনজনের মোবাইল ট্র্যাক করা হয়। তাতে জানা যায়, ওই যুবক বিহারের সিওয়ান জেলায় রয়েছে। রাজগঞ্জ পুলিশ গিয়ে স্থানীয় থানার সহযোগিতায় ওই যুবককে গ্রেপ্তারের পাশাপাশি নাবালিকাকে উদ্ধার করে। হারিয়ে যাওয়া যুবতীও তাদের সঙ্গে ছিল। তাকেও উদ্ধার করা হয়। এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানোর পাশাপাশি নাবালিকাকে জেলার শিশু সুরক্ষা কমিটিতে (সিডব্লিউসি) এবং যুবতীকে হোমে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইসি।