গোয়ালপোখর: ব্রাউন সুগার সহ গ্রেপ্তার পাচারকারী। রবিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে গোয়াগাঁও তিলান ব্রিজ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোয়ালপোখর থানার পুলিশ। ধৃতের নাম, সফিকুল মিয়াঁ (৪২)। সে কোচবিহার জেলার শীতলকুচি এলাকার বাসিন্দা। শিলিগুড়িতে ভাড়া থাকে। ধৃতের কাছ থেকে এক কেজি পঞ্চাশ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সফিকুল করণদিঘি থানার রসাখোয়ার এক ব্যক্তির কাছ থেকে ব্রাউন সুগার নিয়ে কিশনগঞ্জে পাচার করছিল। সে রসাখোয়া এলাকা থেকে একটি বেসরকারি বাসে চেপে সোলপাড়ার দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ গোয়াগাঁও তিলান ব্রিজ এলাকায় নাকা চেকিং শুরু করে। সেখানে বাসে তল্লাশি চালিয়ে সফিকুলকে গ্রেপ্তার করা হয়। তার ব্যাগ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার।
পুলিশের দাবি, ধৃত জেরায় দোষ স্বীকার করেছে। রসাখোয়া এলাকার বাসিন্দা রাকেশের সঙ্গে তার পরিচয় রয়েছে। এদিন তার কাছ থেকেই ব্রাউন সুগার নিয়ে কিশনগঞ্জে পাচারের চেষ্টা করছিল অভিযুক্ত। গোয়ালপোখর থানার পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।
আরও পড়ুন : টোটোকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে পড়ল গাড়ি, জখম ৭