জটেশ্বর, ১ এপ্রিল: গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা ব্লকের ভাণ্ডানীহাট এলাকায় বিক্রির জন্য বেআইনিভাবে আনা ভুটান মদ ও বিয়ার সহ এক ব্যক্তিকে বুধবার জটেশ্বর ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মৃণাল রায়। তার বাড়ি ধনীরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের যোগীঝোড়া বারবাক এলাকায়। পুলিশ ধৃতের কাছ থেকে ২৪ বোতল ভুটান মদ ও ৭২ বোতল ভুটান বিয়ার বাজেয়াপ্ত করে। তার সঙ্গে থাকা মোটর বাইকটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুটানের চোরাপথ দিয়ে দীর্ঘদিন থেকে অভিযুক্ত মৃণাল বেআইনিভাবে মদ নিয়ে এসে এদিকে বিক্রি করছিল। গোপন সূত্রের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ সন্ধ্যায় ভাণ্ডনীহাটে ওঁৎপেতে ছিল। অভিযুক্ত এলাকায় আসতেই পুলিশ তাকে ধরে ফেলে।
এই বিষয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ আধিকারিক অরুপ বৈদ্য বলেন, বেআইনিভাবে ভুটান মদ নিয়ে আসার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাল, বৃহস্পতিবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে। বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।
চকলেটের আকারে পোকা মারার কীটনাশক! মৃত্যু শিশুর
ডিজিটাল ডেস্ক: বিদ্যালয়ে আসতে গিয়ে রাস্তায় চকলেটের (Chocolate) মতো কিছু একটা পড়ে থাকতে দেখে সেটি কুড়িয়ে নেয় এক খুদে স্কুল...
Read more