শ্রীনগর: ফের জঙ্গি হামলায় উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর। রবিবার শ্রীনগরে গ্রেনেড হামলায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২১ জন। ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শ্রীনগরের আমিরা কাদাল এলাকায় গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এতে একজনের মৃত্যু হয়েছে। একজন পুলিশকর্মী সহ ২১ জন আহত হয়েছেন। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।
#UPDATE | One civilian died in the grenade attack at Amira Kadal market in Srinagar.
— ANI (@ANI) March 6, 2022