নারায়ণগড়: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকা। দুই পক্ষের সংঘর্ষে বোমাবাজি ও গুলি চালানোর উঠেছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তৃণমূলকর্মীর। আহত হয়েছেন আরও দুই তৃণমূলকর্মী।
অভিযোগ, নারায়ণগড়ের মকরামপুরের কাছে অভিরামপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। চলে গুলি ও বোমাবাজি। ঘটনায় গুলিবিদ্ধ হন তৃণমূলকর্মী অভীক দোলাই। আহত হন আরও দুজন। তিনজনকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে অভীক দোলাইয়ের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে অভিক দোলইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মকরামপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সিটের বিরুদ্ধে। বহিষ্কৃত এই তৃণমূল নেতাকে ফের দলে দায়িত্ব দেওয়া নিয়েই গণ্ডগোলের সূত্রেপাত বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্মীকান্ত সিট। এছাড়াও ঘটনার করা স্বীকার করেননি জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।