আলিপুরদুয়ার, ১৯ এপ্রিলঃ আলিপুরদুয়ারের আয়ুষ হাসপাতালে (কোভিড-১৯ হাসপাতাল) এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি কালচিনি ব্লকে।স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রবিবার তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হয়েছিল।
এরপর ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে, দ্রুত করোনা রোগীদের জন্য তৈরি তপসিখাতা আয়ুষ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তবে, রবিবার সন্ধ্যায় কোভিড-১৯ হাসপাতালেই ওই ব্যক্তির মৃত্যু হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, ওই ব্যক্তির লালারস পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল।
অন্যদিকে, এদিন রাতে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমারহাটে স্থানীয়রা হঠাৎ ব্যপক পুলিশি উপস্থিতি লক্ষ্য করেন। হঠাৎ পুলিশ দেখে এলাকাবাসী ভিড় করেন। এনিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বচসার পর, উভয়পক্ষের মধ্যে খন্ডযুদ্ধ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ। বর্তমানে ওই এলাকায় র্যাফ নামানো হয়েছে। যদিও, এই বিষয়ে পুলিশের কোনও বক্তব্য মেলেনি।