কালিয়াগঞ্জ: জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। তাঁকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলেন আরও চারজন। বর্তমানে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে। রবিবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের বোঁচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বৈদন এলাকায়। সূত্রের খবর, এদিন সকাল আনুমানিক ১১টা নাগাদ আফাজুদ্দিন মহম্মদ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ধান খেতে যান। সেখানে আগে থেকেই ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়ে ছিল। না জেনে আফাজুদ্দিনের পা তারের সংযোগে আসতেই তাঁর মৃত্যু হয়। এদিকে বেলা বাড়ায় আফাজুদ্দিনকে ফিরতে না দেখে পরিবারের লোকেরা খোঁজ করতে গিয়ে তাঁকে মাঠে পড়ে থাকতে দেখে। তাঁকে তুলতে গিয়ে পরিবারের তিনজন সদস্য ও একজন গ্রামবাসী বিদ্যুৎপৃষ্ট হন। এদের নাম নাজমা খাতুন, পারুল খাতুন, শাহিমা (২১) ও শেখ মোক্তান (৪০)। ঘটনার তদন্ত করতে কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় যান।
চকলেটের আকারে পোকা মারার কীটনাশক! মৃত্যু শিশুর
ডিজিটাল ডেস্ক: বিদ্যালয়ে আসতে গিয়ে রাস্তায় চকলেটের (Chocolate) মতো কিছু একটা পড়ে থাকতে দেখে সেটি কুড়িয়ে নেয় এক খুদে স্কুল...
Read more