আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহর সংলগ্ন তপসিখাতা করোনা হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি এক ব্যক্তির মৃত্যু হল।
শনিবার রাত একটা নাগাদ ওই ব্যক্তির মৃত্যু হয়। বছর পঞ্চাশের ওই ব্যক্তি কালচিনি ব্লকের বাসিন্দা ছিলেন। রবিবার সকালে মৃতের লালারসের নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চার জন ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: রাজ্যে করোনায় প্রথম মৃত্যু চিকিৎসকের
গত রবিবার রাতেও তপসিখাতা করোনা হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছিল। সোমবার সন্ধ্যায় তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। ওই প্রৌঢ় কালচিনির একটি চা বাগানের বাসিন্দা ছিলেন। মৃত প্রৌঢ়ের পরিবারের দুজন ও তাঁর প্রতিবেশী আরও চারজনকে কোয়ারান্টিনে রাখা হয়েছে।