মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়িতে চলন্ত বাস থেকে পড়ে গুরুতর জখম ব্যক্তির মৃত্যু হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম কার্তিক রায়। তিনি কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের চানটারি এলাকার বাসিন্দা। বুধবার একটি সরকারি বাসে চেপে যাচ্ছিলেন কার্তিকবাবু। মেখলিগঞ্জ চ্যাংরাবান্ধা সড়কের কৃষিফার্ম সংলগ্ন এলাকায় তাঁকে বাস থেকে পড়ে যেতে দেখেন স্থানীয়রা।
এরপর কার্তিকবাবুকে উদ্ধার করে দ্রুত মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। বাসটি মেখলিগঞ্জ থেকে চ্যাংরাবান্ধার দিকে যাচ্ছিল। চালক পলাতক।