উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ‘ভারতরত্ন’কে শ্রদ্ধা জানিয়ে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এরপর আজ অর্থাৎ সোমবার একঘণ্টার জন্য মুলতুবি হবে সংসদের দুই কক্ষের অধিবেশন। সুরের রানি লতা মঙ্গেশকর রাজ্যসভার সদস্য ছিলেন। তাই এদিন সকাল ১০টায় রাজ্যসভার অধিবেশনের শুরুতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তারপর এক মিনিট নীরবতা পালন করেন রাজ্যসভার সমস্ত সদস্যরা।
প্রসঙ্গত, রবিবার ৯২ বছর বয়সে প্রয়াত হন লতা মঙ্গেশকর। গতকাল সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষযাত্রায় শামিল হয়েছিলেন অসংখ্য মানুষ। অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড় সহ রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরাও শেষকৃত্যে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : স্বস্তিতে দেশবাসী! লাখের নীচে দৈনিক করোনা সংক্রমণ