স্যাক্রামেন্টো: বন্দুকবাজের দাপট থামছে না মার্কিন মুলুকে। এবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার (California)চার্চে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজ। রবিবার এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
US: One killed, five injured in California church shooting
Read @ANI Story | https://t.co/UifKWWa6As#Churchshooting #USshooting #Californiachurch pic.twitter.com/L7tocJlCZ4
— ANI Digital (@ani_digital) May 16, 2022
অভিযুক্তকে নিজেদের হেপাজতে নিয়েছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলছে।