বীরপাড়া: এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইকচালকের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়া চৌপথির কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে। মৃতের নাম অবিনাশ শা (২৪)। বাড়ি বীরপাড়া চৌপথি এলাকাতেই। পেশায় মোটর মেকানিক অবিনাশ এদিন বাইক চালিয়ে ভগতপাড়ায় নিজের গ্যারাজে যাচ্ছিলেন। ওই সময় একটি ডাম্পার রাস্তাতেই ঘোরাচ্ছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারেন বাইকচালক। গুরুতর আহত অবস্থায় তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
প্রসঙ্গত, গত ৫ বছরে হলং থেকে এথেলবাড়ি পর্যন্ত এশিয়ান হাইওয়ের ২০ কিমি দীর্ঘ অংশটিতে অবিনাশ সহ মৃত্যু হল কমপক্ষে ১০৮ জনের। এদের মধ্যে বাইকচালক ও আরোহী ৫১ জন। বীরপাড়া থানার ওসি পালজার ছিরিং ভুটিয়া জানান, দু’টি গাড়ি আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : বীরপাড়ায় রেলের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ