উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই হাইকোর্টে হোঁচট খায় রাজ্য। এরপর গতকালই সাতদিন সময় দিয়ে নিয়োগ সংক্রান্ত মামলায় স্বচ্ছতা বজায় রেখে নয়া তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ ইস্যুতে শনিবার ফের একটি মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
মামলাকারীদের বক্তব্য, ২০১৯ সালের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের নির্দেশ না মেনেই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা নেই। সূত্রের খবর, আগামী মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
মামলাকারীদের তরফে আইনজীবী আশীষকুমার চৌধুরী আবেদনপত্রে জানিয়েছেন, ২০১৯ সালে প্রকাশিত মেধা তালিকায় যে ১৩৬ জন প্রার্থীর নাম ছিল তাঁদের নাম নেই ২০২১-এ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত ইন্টারভিউ তালিকায়। যদিও সমমেধার অনেকের নামই রয়েছে ইন্টারভিউ তালিকায়। এছাড়াও রয়েছে কম নম্বর পাওয়া অনেক প্রার্থীর নামই।