কলকাতা : রাজ্যে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ১০। নয়াবাদের বাসিন্দা ৬৬ বছরের ওই বৃদ্ধ শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা নিয়ে সোমবার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হন। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে নাইসেডে পাঠানো হয়েছিল। বুধবার রাতে রিপোর্ট আসার পর দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তারপরই আইসোলেশন ওয়ার্ড থেকে তাঁকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়।
তাঁর পরিবারকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে। তাঁদেরও লালারসের নমুনা পরীক্ষা করা হবে। বিদেশ বা ভিন রাজ্যে কোথাওই যাননি ওই বৃদ্ধ। তবে সম্প্রতি তিনি এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে মেদিনীপুরে গিয়েছিলেন। পরিবার সূত্রে খবর, সেখানে বিদেশ ফেরত কিছু লোকের সংস্পর্শে আসেন তিনি।
দশে দশ | 08.02.2023 |
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more