নয়াদিল্লি: করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হল। এ বার গুজরাতের সুরাটে প্রাণ গিয়েছে ৬৯ বছরের এক বৃদ্ধের। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮। সুরাটে রবিবার মৃত্যু হয়েছে ওই করোনা আক্রান্ত রোগীর। গুজরাতে করোনার সংক্রমণে এই প্রথম মৃত্যু হল কোনও ব্যক্তির।
অন্যদিকে, এদিন ভাদোদরার হাসপাতালে ৬৫ বছরের এক বৃদ্ধারও মৃত্যু হয়েছে। তাঁর কোভিড-১৯ টেস্টের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। কাজেই তিনিও করোনার কারণেই মারা গিয়েছেন কি না, তা এখনই স্পষ্ট নয়।