শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে খতম হল তিন জঙ্গি। কাশ্মীর জোন পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার পুলওয়ামা জেলার হাকরিপোরা (কাকাপোরা) এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হয় তিন জঙ্গি। ঘটনাস্থল থেকে একে-৪৭ উদ্ধার করা হয়। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
#UPDATE: Another unidentified terrorist killed in the encounter at Pulwama, taking total to three. Searches underway: #JammuAndKashmir Police https://t.co/DoHngFKS2m
— ANI (@ANI) October 20, 2020
#UPDATE: One more terrorist killed in the encounter at Pulwama: Kashmir Zone Police https://t.co/gNuoMFtYH2
— ANI (@ANI) October 20, 2020
#PulwamaEncounterUpdate: 01 more unidentified #terrorist killed (total 02). Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/y1yaX0k67q
— Kashmir Zone Police (@KashmirPolice) October 20, 2020
অন্যদিকে, কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে পুলিশ ইন্সপেক্টর মহম্মদ আসরাফের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে খবর। পাশাপাশি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কাশ্মীরে খতম হল এক জঙ্গি। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে জেলার ঘটনা। গতকাল বিকেলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোপিয়ানের মেলহোরা এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালায়। জঙ্গিদের বাড়ি ঘেরাও করলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। সংঘর্ষে খতম হয় এক জঙ্গি। গোটা এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। কয়েক ঘণ্টা সেই সংঘর্ষ চলে।