দিনহাটা: চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মৃত্যু এক ব্যক্তির। বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা থানার অন্তর্গত গীতালদহের নবনি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুধীর বর্মন (৪৫)। গীতালদহ ২ গ্রাম পঞ্চায়েতের নবনি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। এদিন সকালে বামনহাট থেকে এনজেপিমুখী চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দেশে আজ দৈনিক করোনা সংক্রমণ কত? জানুন
নয়াদিল্লি: দেশে বাড়ল দৈনিক করোনা(Corona) সংক্রমণ। কমেছে মৃত্যু। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায়...
Read more