করণদিঘি: বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিপ্লব বিশ্বাস (৩৯)। করণদিঘি ব্লকের রসাখোয়া ১ গ্রাম পঞ্চায়েতের পৌটি বাগানবাড়ির বাসিন্দা ছিলেন তিনি। মৃতের স্ত্রী ও পুত্র সন্তান রয়েছে। মৃতের বাবা বিজয় বিশ্বাস জানান, দুপুরে মাঠে কাজ করছিল ছেলে। সেইসময় বজ্রাঘাতে মৃত্যু হয় বিপ্লবের। ঘটনার পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
করণদিঘি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ তামাং বলেন, ‘রসাখোয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকার পৌটিতে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ ও হাসপাতালের রিপোর্ট জমা পড়লে সরকারি অনুদানের জন্য পাঠাব।‘
আরও পড়ুন : রায়গঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার