আসানসোল: মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এদিন ছটা নাগাদ আসানসোল উত্তর থানার রেলপারের ধাদকা পুল বা মঙ্গল পান্ডে সেতুর কাছে ওই ঘটনা ঘটে। দুষ্কৃতীরা ভোজালি নিয়ে একটি বেসরকারি কয়লা উত্তোলনকারী কোম্পানির আধিকারিকের উপরে হামলা চালায় বলে অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দুষ্কৃতীদের আক্রমণে বীরবাহাদুর সিং (৬০) নামে এক ব্যক্তি জখম হয়েছেন। তিনি আসানসোলের রেলপারের সাউথ ধাদকার বাসিন্দা। ওই ব্যক্তির ঘাড়ে দুষ্কৃতীরা বেশ কয়েকবার কোপ মারে। বীরবাহাদুর সিংয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ব্যবসায়ীক কোনও গন্ডগোল বা ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
- Advertisement -