ফাঁসিদেওয়া, ১৮ নভেম্বরঃ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে খড়িবাড়ি থানার অন্তর্গত দুধাজোতে ঘটনাটি ঘটেছে। মৃতের বিরু কিসপুট্টা (৫৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর তাঁকে ঘোষপুকুরের একটি মিশনারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বিরু বাবু বেশ কিছুদিন থেকেই মানসিক অবসাদগ্রস্থ ছিলেন। পরিবারের সদস্যরা অনুমান সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন। ইতিমধ্যেই, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে, ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more