শিলিগুড়ি: শিলিগুড়িতে আইপিএল বেটিং চক্রের পর্দাফাঁস। বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং শিলিগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার রাতে সুভাষপল্লি এলাকায় অভিযান চালিয়ে একটি সেলুন থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল শঙ্কর শীল, গৌর কুন্ডু, বিপ্লব মজুমদার এবং অরিন্দম সাহা। শঙ্কর শিলিগুড়ির মধ্য শান্তিনগর, গৌর চয়নপাড়া, বিপ্লব ডাবগ্রাম এবং অরিন্দম রথখোলার বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে ১ লক্ষ ৬৬ হাজার টাকা, সাতটি মোবাইল ফোন, একটি ডায়ারি বাজেয়াপ্ত করা হয়েছে। ডায়েরিতে কিছু নাম এবং টাকার পরিমাণ লেখা রয়েছে। সেগুলি ভেরিফাই করছে পুলিশ। শিলিগুড়ি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বেটিং চক্রে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে এসওজি ও পুলিশ।
আরও পড়ুন : পাহাড়ে অশান্তির মেঘ, জিটিএ নির্বাচনের বিরোধিতায় এবার অনশনে বসছেন বিমল গুরুং