কলকাতা: পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ প্রশমনে আসরে নামলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলে যে কোনওভাবেই সমান্তরাল প্রশাসন বরদাস্ত করা হবে না, পরোক্ষে সেই বার্তা ফের দেওয়া হল কর্মী, সমর্থকদের কাছে। প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ শুরু হতেই শনিবার দলের দুই প্রবীণ নেতা, রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসেন মমতা। তারপরই দলের পক্ষ থেকে জেলায় জেলায় নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়, পুরভোটের প্রচারে ব্যবহার করতে হবে শুধুমাত্র মমতারই ছবি, অন্য কারও নয়। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের ধারণা।
আরও পড়ুন : সংশোধিত তালিকাতেও মিটল না ক্ষোভ, মালদায় প্রার্থী নিয়ে জেরবার তৃণমূল