ডিজিটাল ডেস্ক : নতুন বছরে বাঙালির জন্য নতুন খবর। খুলে যাচ্ছে টালা ব্রিজ। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কারণে ২০২০ সালের ৩১ শে জানুয়ারি মধ্যরাত থেকে বন্ধ হয়ে গিয়েছিল টালা ব্রিজ। এরপর পুরনো টালা ব্রিজের বদলে নতুন করে টালা ব্রিজ তৈরি হয়েছে। জানা যাচ্ছে, নতুন টালা ব্রিজ ৮০০ মিটার লম্বা এবং ১৯ মিটার চওড়া। পাশাপাশি চারলেনের তৈরি হয়েছে এই ব্রিজ। টালা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় উত্তর কলকাতা এবং শহরতলীর মানুষজনের যাতায়াতে একটা বিরাট অসুবিধা শুরু হয়। তবে জানা যাচ্ছে, বাংলা নববর্ষে কলকাতাবাবাসীর জন্য উপহার রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন তৈরি টালা ব্রিজ। নবান্ন সূত্রে জানানো হয়েছে, যেহেতু টালা ব্রিজের নীচ দিয়ে রেললাইন গেছে। তাই নতুন করে ব্রিজ মেরামতির জন্য অনুমতি প্রয়োজন ছিল। সেই অনুমতি যোগাড় করতেই ছমাস দেরি হয়েছে। এবারের নতুন টালা ব্রিজে কোনো নাট বল্টু ব্যবহার করা হচ্ছেনা। ফলে কাঠামোর স্থায়িত্ব অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। আধুনিক প্রযুক্তিতে এই ব্রিজ তৈরি হচ্ছে। আপাতত নতুন টালা ব্রিজ উদ্বোধনের অপেক্ষায় কলকাতাবাসী।
বাংলা ভাগ রোখার বার্তা নিয়ে কলকাতায় রওনা বিন্নাগুড়ির শংকরের, ফরাক্কায় অভ্যর্থনা
ফরাক্কা: গত ১১ বছরে ডুয়ার্সের উন্নয়ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)অনেক সহযোগিতা করে চলেছেন। এদিকে উত্তরবঙ্গ এবং...
Read more