ডিজিটাল ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন(russia-ukraine) যুদ্ধের মধ্যে দীর্ঘদিন উৎকণ্ঠায় ছিল ভারত। কারণ ভারতের একাধিক নাগরিক আটকে গিয়েছিল ইউক্রেনে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(pm narendra modi) শুরু করেন ‘অপারেশন গঙ্গা’(operation ganga)। দীর্ঘ ১৪ দিন পর উদ্ধার অভিযান অবশেষে শেষ হতে চলেছে। আজ ‘অপারেশন গঙ্গা’ শেষ হবে বলে সরকারিভাবে জানা গিয়েছে। দেশে ফিরে আসছেন ইউক্রেনে থাকা ভারতীয় আধিকারিকরাও। গতকাল সুমি থেকে ভারতীয় পড়ুয়াদের সবাইকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। দীর্ঘসময় ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলাকালীন ভারতীয় বিদেশমন্ত্রক ক্রমাগত যোগাযোগ রেখেছিল রুশ এবং ইউক্রেন বিদেশমন্ত্রকের সঙ্গে। আপাতত যুদ্ধবিধ্বস্ত শহর থেকে ভয়ানক স্মৃতি নিয়ে ভারতে ফিরে আসছেন সবাই।
আরও পড়ুনঃ ইউক্রেনে ফের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
আরও পড়ুনঃ রাশিয়ার গ্যাস-তেল-জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা আমেরিকার