ডিজিটাল ডেস্ক : গত দু’বছর করোনার কারণে বন্ধ থাকার পর রাজ্যে শুরু হয়েছে গতকাল থেকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট(bengal global buiseness summit)। আর এই শিল্প সম্মেলন নিয়ে তীব্র কটাক্ষ করছেন বিরোধীরা। কার্যত বিরোধীদের অভিযোগ, রাজ্যে কোন শিল্প বা কর্মসংস্থান নেই। পাশাপাশি প্রায় প্রতিদিন বেড়েই চলেছে তোলাবাজি, সিন্ডিকেট সংঘর্ষ। এই অবস্থায় রাজ্যে বিনিয়োগ নিয়ে প্রশ্ন থেকে যায়। বিজেপির অর্থনীতিবিদ-বিধায়ক অশোক লাহিড়ীও এদিন প্রশ্ন তুলেছেন, আগের পাঁচটি শিল্প সম্মেলন থেকে যে বিনিয়োগের অংক বলা হচ্ছে, তার কতটা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়েছে? অন্যদিকে গতকাল যখন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন হচ্ছে কলকাতায়, তখন সিঙ্গুরের ন্যানো কারখানার পরিত্যক্ত জমি দেখতে গিয়েছিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং সেখান থেকেই তিনি পালটা কটাক্ষে ভরিয়ে দেন রাজ্য সরকারকে। তবে বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজনৈতিক হতাশা থেকেই এই কথা বলছে বিরোধীরা। সরকার ও বিরোধী তরজার মধ্যে এখন নজর শিল্প সম্মেলনের হাত ধরে রাজ্যে কতটা ইতিবাচক মনোভাব দেখান বিনিয়োগকারীরা।
আরও পড়ুন : রোগী মৃত্যুর ঘটনা ঘিরে নার্সিংহোমে ভাঙচুর, অগ্নিগর্ভ পরিস্থিতি