নয়াদিল্লি: প্রত্যাশামতোই রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha)। মঙ্গলবার পার্লামেন্টের অ্যানেক্স রুমে ১৫টি বিরোধী দলের বৈঠকের পর প্রার্থী পদে তাঁর নাম ঘোষণা করা শুরু হয়। বৈঠকে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, এনসিপির শরদ পাওয়ার, প্রফুল পটেল, ন্যাশনাল কনফারেন্সের হাসনৈন মাসুদি ছাড়াও আরজেডি, ডিএমকে, আরএসপি, সিপিআইএমএল, সমাজবাদী পার্টি, মুসলিম লিগের প্রতিনিধিরা ছিলেন।
এই বৈঠক থেকেই সর্বসম্মতভাবে যশবন্তের নাম ঠিক করা হয়। এদিন সকালেই রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) লড়ার ইঙ্গিত দিয়ে তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। তখনই বোঝা গিয়েছিল বিরোধীদের প্রার্থী হিসেবে ভোটে লড়ার সম্ভাবনা আছে তাঁর। এর আগে শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, গোপালকৃষ্ণ গান্ধিকে বিরোধী প্রার্থী হতে বলা হলেও তাঁরা কেউই রাজি হননি।
ইতিমধ্যে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের বিরোধী দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য যশবন্ত সিনহাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নিয়ে বিরোধীদের বৈঠক শুরু, যশবন্তের নামই কি চূড়ান্ত?