ডিজিটাল ডেস্ক : চলচ্চিত্র জগতে আবারও দুঃসংবাদ! জানা গিয়েছে, ওড়িয়া (Odia) চলচ্চিত্র এবং থিয়েটারের প্রবীণ অভিনেতা রাইমোহন পারিদাকে আজ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর বাড়িতে। সূত্রের খবর, রাইমোহন পারিদাকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁর পরিবারের লোকজন এবং তারপর তাঁরাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রাথমিক অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন প্রবীণ অভিনেতা। রাইমোহন পারিদা ১০০ টি ওড়িয়া ছবি এবং ১৫ টি বাংলা ছবিতে অভিনয় করেছেন। মূলত তিনি ছবির জগতে নেগেটিভ রোলের জন্য পরিচিত ছিলেন। এছাড়াও তিনি থিয়েটারের জগতে অন্যতম পরিচিত মুখ ছিলেন। ইতিমধ্যেই অভিনেতার মৃত্যুতে ওড়িয়া চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।
অবাক করা তথ্য, ডাকাতদের পুলিশ হয়ে ওঠার ট্রেনিং খোদ পুলিশ কর্মীর
ডিজিটাল ডেস্ক: পুলিশ সেজে ডাকাতদের পুলিশি আদব-কায়দা শেখালেন খোদ পুলিশকর্মী। প্রসঙ্গত, জানা গিয়েছে দক্ষিণ কলকাতার (Kolkata) ভবানীপুরে প্রায় পঞ্চাশ লক্ষ...
Read more