কালিয়াগঞ্জঃ অপহরণ করে পেটিএমের মাধ্যমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করল অপহরণকারীরা। মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে এই অপহরণের ঘটনা ঘটে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে (Kaliaganj)। অপহরণকারীরা ‘ওসুলী গ্যাং’-এর সদস্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তৎপরতায় অক্ষত অবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকা থেকে উদ্ধার করে অপহৃত যুবককে। গ্রেপ্তার হয় ওসুলী গ্যাং-এর দুই অপহরণকারীকে। গ্যাং-এর প্রত্যেককে গ্রেপ্তার করতে তৎপরতা শুরু করেছে পুলিশ।
জানাগেছে, অপহৃত যুবক বেসরকারি মার্কেটিং কোম্পানির এক কর্মী। নাম হাসানুর জামাল, বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর এলাকার দক্ষিণ কৃষ্ণপুরে। এদিন সকালে তাঁকে প্রকাশ্যেই অপহরণ করে কতিপয় যুবক। এরপর অপহরণকারীরা যুবককে আটকে রেখে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। সেই সঙ্গে তাঁরা জানিয়ে দেয় পেটিএম মারফৎ যাতে মুক্তিপণের টাকাটা দেওয়া হয়। এরপরই অপহৃত যুবকের পরিবারের লোকেরা কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ অভিযান চালায় পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানা এলাকার খুনিয়াডাঙ্গিতে। সেখানকার এক পোলট্রি ফার্মের ঘর থেকে অক্ষত অবস্থায় পুলিশ উদ্ধার করে অপহৃত যুবক হাসানুর জামালকে। হাতেনাতে গ্রেপ্তার হন দু’ জন অপহরণকারী। ধৃতদের একজনের নাম মহম্মদ ফইজুল। বাড়ি ধনকৈল এলাকার লক্ষ্মীপুর গ্রামে। অপরজনের নাম লুতফর আহমেদ, বাড়ি মোস্তাফানগর এলাকার বৈদন গ্রামে। অভিযোগের ভিত্তিতে ঘটনায় যুক্ত আরও তিনজনের বিরুদ্ধে খোঁজে পুলিশ প্রশাসন। পুলিশ জানিয়েছে ধৃতরা ‘ওসুলী গ্যাং’-এর সদস্য। প্রকাশ্যে এই অপহরণের ঘটনা ঘটায় কালিয়াগঞ্জে আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন: আবগারি দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত, গ্রেপ্তার ৬৭