উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় সন্ত্রাসের প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মুখে। হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে মোদি বলেছেন, ‘বাংলায় আমাদের কর্মীরা খুন হলেও তাঁরা দেশের স্বার্থে দলের পতাকা হাতে নিয়ে এগিয়ে চলেছেন।’ ২০২৪ লোকসভা ভোটের প্রেক্ষিতে মোদির এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
বাংলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর কার্যত হতোদ্যম বাংলা বিজেপি। ফলে এই রাজ্যে সংগঠনকে চাঙ্গা করতে জাতীয় কর্মসমিতির বৈঠকে আলাদা রোডম্যাপ তৈরি করেছেন অমিত শা-জেপি নাড্ডারা। অমিত শা নিজে হুংকার দিয়েছেন, বাংলায় পরিবাররাজ শেষ হবে। একইসঙ্গে মোদির মুখেও বাংলায় সন্ত্রাসের প্রসঙ্গ উঠে আসায় মনে করা হচ্ছে, বিজেপি নেতৃত্ব বাংলা নিয়ে হাল ছাড়তে নারাজ।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনের পর বাংলায় একের পর এক ভোট-হিংসার ঘটনা ঘটে বলে অভিযোগ। বিজেপির দাবি, তাদের ৫০ জনেরও বেশি কর্মীকে খুন করা হয়েছে। অসংখ্য কর্মী ঘরছাড়া। অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে এই হিংসার তদন্তভার নিয়েছে সিবিআই। এই পরিস্থিতিতে মোদিও এই হিংসার প্রসঙ্গ তুলে আনায় বাংলা নিয়ে বিজেপির মনোভাব আরও স্পষ্ট হল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ বিজেপির জাতীয় কর্মসমিতিতে বিশেষ নজর বাংলা-কেরলে, ক্ষমতায় আসতে কী দাওয়াই নেতৃত্বের?