ডিজিটাল ডেস্কঃ রাজ্যের সর্বত্র করোনা ঊর্ধ্বমুখী। সর্বস্তরে ছড়িয়ে পড়ছে করোনা(CORONA) সংক্রমণ। এমনকি হাসপাতালও বাদ থাকছে না। একের পর এক ডাক্তার, নার্স করোনা আক্রান্ত হচ্ছেন। যার ফলে হাসপাতাল বন্ধ হয়ে যাবার সম্ভাবনা দেখা দিচ্ছে। ইতিমধ্যেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে করোনার কারণে স্পেশাল আউটডোর পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকে। জানা যাচ্ছে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ৫ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও পাল্লা দিয়ে করনা পজিটিভ। এই অবস্থায় পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছেনা। চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের সংখ্যা কমে যাওয়ার কারণে আউটডোর বন্ধ করে দিতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এর ফলে বড় সমস্যায় পড়তে চলেছেন সাধারণ রোগীরা। শুধু শান্তিপুর নয়, বিভিন্ন জেলা হাসপাতালে একই ছবি দেখা যাচ্ছে। আর এই নিয়ে চিন্তা বাড়ছে রাজ্য স্বাস্থ্যমহলের।
আরও পড়ুনঃ দেশে সামান্য কমল সংক্রমণ, একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক মৃতের সংখ্যা