জেনেভা: ফের ভূমধ্যসাগরে নৌকাডুবি। ঘটনায় ৯০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দিয়েছিল নৌকাটি। প্রায় ১০০ জন ছিল নৌকায়। ৪ জনকে উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি টুইটে অন্তত ৯০ জনের মৃত্যুর কথা জানিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন : সদলবলে শ্রীলংকার মন্ত্রীসভার সদস্যদের পদত্যাগ, থাকছেন শুধু প্রধানমন্ত্রী