ডিজিটাল ডেস্ক : রামপুরহাট (Rampurhat) কাণ্ড নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। তার মধ্যেই এবার গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার শাসনের তেহাটা গ্রাম। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ৪ জন তৃণমূল কর্মীর বাড়িতে বোমা পড়েছে। এই ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। শুধু বোমাবাজি নয়, একাধিক বাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে গ্রামবাসীরা জানাচ্ছেন- এলাকার যে সমস্ত মাছের ভেড়ি আছে, তার তোলাবাজির টাকাকে কেন্দ্র করেই এই গন্ডগোল। তবে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব প্রকট হলেও তা মানতে মোটেই রাজি নন হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম। ইতিমধ্যেই এই ঘটনায় এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি রামপুরহাটের পর শাসনের ঘটনা নিয়েও শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
শহরতলির রেল পরিকাঠামোয় ব্যয় সংকোচন নিয়ে সরব তৃণমূল
নয়াদিল্লি: দেশের সমগ্র রেলযাত্রীর ৬৩% শহরতলীর যাত্রী, তা সত্ত্বেও শহরতলীর ট্রেন পরিকাঠামো উন্নয়নের জন্য এবারের রেল বাজেটে বরাদ্দ হয়েছে মোট...
Read more