ডিজিটাল ডেস্ক: ২০১৯ এর পর ২০২২ এ আবার বউবাজার দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের হতে হয়েছে ঘড়ছাড়া। কারণ বাড়িতে দেখা গেছে ফাটল। আর এই অবস্থায় এবার কেএমআরসিএল (KMRCL) নিল বড় সিদ্ধান্ত। জানা গিয়েছে, আপাতত ঐ এলাকার ১৬, ১৬/১, ১৯ নম্বরের বাড়িগুলি ভেঙে ফেলা হবে। কারণ এই বাড়িগুলি বিপদজনক অবস্থায় রয়েছে বলে জানাচ্ছে কেএমআরসিএল। প্রসঙ্গত জানা গেছে, শনিবার দুপুরে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে কে সঙ্গে নিয়ে বাড়িগুলি পর্যবেক্ষণ করেন কেএমআরসিএল এর জেনারেল ম্যানেজার এ কে নন্দী। সেসময় এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন জেনারেল ম্যানেজার এ কে নন্দী। তবে বাসিন্দারা জানিয়েছেন, বাড়ি যদি সঠিকভাবে ঠিক না করা হয় তাহলে তাঁরা আর ফিরবেন না। আর এর পরেই বউবাজারের তিনটি বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এক্ষেত্রে বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষ কি ভাবছে তা এখনও জানা যায়নি।
স্পাইসজেটের বিমানে বিপত্তি, অল্পের জন্য রক্ষা
ডিজিটাল ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেল স্পাইসজেট। শনিবার মুম্বাই বিমানবন্দরে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বিমানের উইন্ডস্ক্রীনে...
Read more