কোচবিহার: খুব শীঘ্রই এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে মিলবে লিকুইড মেডিকেল অক্সিজেন (এলএমও) প্ল্যান্ট পরিষেবা। ইতিমধ্যেই সেখানে ট্যাংক বসানো হয়েছে। শেষ মুহূর্তের কাজকর্ম করছে বরাতপ্রাপ্ত সংস্থা। কয়েকদিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী প্রত্যেকেই। হাসপাতালের এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ জানান, এলএমও প্ল্যান্টে ১৩ হাজার লিটার অক্সিজেন মজুত রাখা যাবে। সেখান থেকে রোগীদের অক্সিজেন পরিষেবা দেওয়া হবে। ফলে অক্সিজেন নিয়ে কোনও ঘাটতি হবে না।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সিলিন্ডার এবং পিএসএ (মেশিনের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে তা ট্যাংকে মজুত করা) পদ্ধতিতে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। পাইপলাইনের পাশাপাশি সিলিন্ডারের মাধ্যমেও অক্সিজেন দেওয়া হয়ে থাকে। করোনা পরিস্থিতিতে অনেক জায়গাতেই অক্সিজেনের সংকট দেখা দেয়। কোচবিহারে যাতে ভবিষ্যতে কখনও অক্সিজেনের ঘাটতি না দেখা দেয় সেইজন্য সিলিন্ডার এবং পিএসএ-র পাশাপাশি হাসপাতাল চত্বরেই এলএমও প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পরিকাঠামোর থেকে সেখানে প্রায় সাতগুণ বেশি অক্সিজেন মজুত থাকতে পারবে। এমজেএন মেডিকেলের কারমাইকেল ওয়ার্ডের সামনেই সেই প্ল্যান্ট তৈরিতে আনুমানিক ৭০ লক্ষ টাকা খরচ করা হয়েছে।