শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হল পেইন ক্লিনিক। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধীনে এই পেইন ক্লিনিক কাজ শুরু করল। পেইন ক্লিনিকের সমস্ত যন্ত্রপাতি কিনতে খরচ হয়েছে দুই কোটি টাকা।
চিকিৎসকরা জানিয়েছেন, মানুষের শরীরে এমন প্রচুর ব্যথা রয়েছে যেগুলো ওষুধ বা ফিজিও থেরাপির সাহায্যে কমানো যায় না। বিশেষ করে ক্যানসারে আক্রান্ত রোগীদের এই ধরনের সমস্যা বেশি হয়। এছাড়া শরীরে আরও অনেক ব্যথা হয়, যেগুলো সহজে কমানো যায় না। এই সমস্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে পেইন ক্লিনিক কাজ করবে।
এদিন পেইন ক্লিনিকের উদ্বোধন করেন জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা, হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক, সংশ্লিষ্ট বিভাগের প্রধান ডাঃ পার্থপ্রতিম পান সহ আরও অনেকে।
আরও পড়ুন : শিলিগুড়িতে ৩টি নতুন প্রকল্পের শিলান্যাস করলেন মেয়র