ডিজিটাল ডেস্ক: করোনার শুরুর দিন থেকেই প্রতিষেধকের কথা বলে আসছিলেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা ।পরবর্তীতে করোনার দুটি টিকা কোভিশিল্ড এবং কোভ্যাকসিন প্রস্তুত করে সেরাম ইনস্টিটিউট। আর এই দুটি টিকা বাজারজাত হবার দিকে আরও একধাপ এগিয়ে গেল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এবার হয়তো কিছুদিনের মধ্যে দোকানে দোকানে পাওয়া যাবে করোনার দুটি টিকা। বুধবার এই দুই ভ্যাকসিনকে কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। একই সাথে অনুমোদন পত্র পাঠানো হয়েছে কেন্দ্রের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। এই ছাড়পত্র পাওয়া গেলেই এবার থেকে ওষুধের দোকানে এই জোড়া টিকা পাওয়া যাবে। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত জরুরি ভিত্তিতে করোনার টিকা ব্যবহার করা হতো। কিন্তু এবার কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্রের সাথে সাথে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। সাধারণত টিকার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল যদি না হয় তাহলে বাজারে বিক্রি করার ছাড়পত্র দেওয়া হয় না। এক্ষেত্রে সেরাম ইনস্টিটিউটের যুক্তি হল- দেশের ১২৫ কোটি মানুষ ইতিমধ্যেই টিকা পেয়েছে, ফলে সরকারের হাতে উপযুক্ত প্রমাণ ইতিমধ্যেই এসে গিয়েছে। সব মিলিয়ে বলা যায়, আগামীদিনে করোনার ভ্যাকসিন খোলা বাজারে বিক্রি হওয়ার সাথে সাথে তা সহজলভ্য হয়ে উঠবে।
আরও পড়ুন : ওমিক্রন মোকাবিলায় আসছে ভারতে তৈরি ভ্যাকসিন!