উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তাইওয়ান ইস্যুতে চিনের পাশে দাঁড়াল পাকিস্তান (Pakistan)। ইউএস হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর আঞ্চলিক নিরাপত্তা ভঙ্গ করছে বলে তোপ দেগেছে চিনের বন্ধু ইসলামাবাদ। বুধবার এক বিবৃতিতে পাকিস্তানের বিদেশমন্ত্রক জানায়, তাইওয়ানের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এই পরিস্থিতি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলছে। ইসলামাবাদ ‘এক চিন’ নীতির প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। একইসঙ্গে চিনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতিও দৃঢ় সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান।
বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানে একের পর এক চিনের সামরিক মহড়ার পর এই পদক্ষেপ নিয়েছে তারা। চিনের হুমকির মধ্যেই এশিয়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছান। চিনা হুমকির প্রতিক্রিয়ার পর তাইওয়ানের পূর্ব সীমান্তে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে হোয়াইট হাউস। পেলোসির নিরাপত্তার অজুহাতে দক্ষিণ চিন সাগরের দ্বীপরাষ্ট্রে আমেরিকার যুদ্ধবিমান ঢুকে পড়েছে। পেলোসির তাইওয়ান সফর কূটনৈতিক এবং সামরিক দিয়ে তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। ১৯৯৭ সালের পর থেকে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনও শীর্যস্থানীয় রাজনৈতিক নেতা তাইওয়ান সফরে গেলেন।
আরও পড়ুন: China Biggest Military Exercise | তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চিনের