নয়াদিল্লি: আধার ও প্যান লিংক করার শেষ দিন আজ। আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্তও লিংক না করা থাকলে ১ এপ্রিল থেকে অকার্যকর হয়ে যাবে প্যান। সেটিকে সক্রিয় করতে হলে দিতে হবে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত জরিমানা। এপ্রিল থেকে জুনের মধ্যে লিংক করলে দিতে হবে ৫০০ টাকা। এরপর লিংক করতে গেলে দিতে হবে এক হাজার টাকা। তবে এটাও জানানো হয়েছে, আগামী অর্থবর্ষ, অর্থাৎ ২০২৩ সালের মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন জমা করা বা এই সংক্রান্ত অন্যান্য কাজের জন্য প্যান ব্যবহার করা যাবে।
আরও পড়ুন :পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির সূত্রে উদ্বেগের খবর দিল কেন্দ্র