দিনহাটা: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে কয়েকদিন আগে গ্রাম পঞ্চায়েত অফিসে হামলার ঘটনা ঘটে। এরপর থেকে অধিকাংশ কর্মীরা পঞ্চায়েত অফিসে আসছেন না। ফলে থমকে পঞ্চায়েত অফিসের কাজ। এই নিয়ে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দিনহাটা ১ এর বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দিলেন তাঁরা। তাঁদের অভিযোগ, ৩০ নভেম্বর পঞ্চায়েত অফিসে হামলা করা হয়। গ্রাম পঞ্চায়েতের এগজিকিউটিভ অফিসার সহ অন্য কর্মীদের ওপর চড়াও হয়ে অফিসে ভাঙচুর চলে। এরপর থেকে অধিকাংশ কর্মীরা পঞ্চায়েত অফিসে আসছেন না। বিভিন্ন উন্নয়নমূলক কাজ বন্ধ রয়েছে। পাশাপাশি বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে দিনের পর দিন নানা দুর্নীতিমূলক কাজ চলছে বলে অভিযোগ। এদিন স্থানীয়রা প্রধান নিশা রায়ের হাতে দাবিপত্র তুলে দেন। বিডিও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান স্থানীয়রা।
প্রসঙ্গত, দিনহাটা(Dinhata) ১ এর বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। গোষ্ঠীকোন্দলের জেরে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি রায় বর্মনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত সদস্যদের বৃহৎ অংশ। কয়েকমাস আগে বিউটি রায় বর্মনের জায়গায় প্রধান হন নিশা রায়। কিছুদিন আগে প্রধান বিরোধী একদল তৃণমূল কর্মী গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এরপর থেকে এগজিকিউটিভ অফিসার সহ অধিকাংশ কর্মী অফিসে আসছেন না। গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ রয়েছে। বড় শৌলমারি অঞ্চল সভাপতি শরৎচন্দ্র বর্মন জানান, প্রধান বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। গ্রাম পঞ্চায়েত প্রধান নিশা রায় জানান, অভিযোগগুলি খতিয়ে দেখা হবে।
আরও পড়ুনঃ বাড়ি-গাড়ি থাকতেও আবাস যোজনায় নাম! বঞ্চিত দরিদ্ররা, প্রতিবাদে তুমুল বিক্ষোভ মানিকচকে