রাঙ্গালিবাজনাঃ পঞ্চায়েতের নাকি ‘ভাঁড়ে মা ভবানীর দশা’। ‘তহবিল শূন্য’, দীর্ঘদিন ধরে শুনছেন স্থানীয়রা। এদিকে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি চৌপথিতে উচ্চস্তম্ভ পথবাতিটির একটিও বাল্ব জ্বলে না। সবক’টি বাল্ব অকেজো হয়ে পড়েছে। অথচ সেটি দেখভালের দায়িত্ব গ্রামপঞ্চায়েত কর্তৃপক্ষের। প্রায় আট নয় মাস অপেক্ষা করে অবশেষে গাঁটের কড়ি খরচ করে বুধবার চারটি বাল্ব লাগালেন স্থানীয় বাসিন্দারাই। অবশ্য এ ব্যাপারে মূল ভূমিকা নেন দলের রাঙ্গালিবাজনা অঞ্চল কমিটির চেয়ারম্যান নুর আলম আহমেদ। তবে তাঁর সংযত প্রতিক্রিয়া, “এখানে রাজনীতি বা অন্য কোনও ব্যাপার নেই। আমাদের সমস্যা হচ্ছিল। তাই এলাকার মানুষের ব্যক্তিগত উদ্যোগে চারটি বাল্ব কেনা হয়েছে। একেকটি বাল্বের দাম ২৬০০ টাকা।
শিশুবাড়ি চৌপথিতে বেশ কিছু দোকানপাট রয়েছে। পাশেই খিদিরপুর রহমানিয়া হাই মাদ্রাসা। অথচ সন্ধ্যের পর এলাকাটি অন্ধকারে ডুবে যায়। সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের কয়েক লক্ষ টাকায় লাইটটি বসানো হয়েছিল। বিদ্যুৎ সংযোগও রয়েছে। অথচ বাল্বগুলি কাজ করছিল না। তাই পঞ্চায়েতের কাজ গাঁটের কড়ি খরচ করেই সমস্যার সমাধান করলেন। বুধবার সন্ধ্যা থেকে ফের আলোকিত হয়েছে এলাকা। রাঙ্গালিবাজনা গ্রামপঞ্চায়েতের প্রধান কৃষ্ণ ওরাওঁ ফোন না ধরায় তাঁর মন্তব্য জানা যায়নি।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।