চালসা: করোনা আবহ কাটিয়ে উঠতেই ফের একবার ডুয়ার্সে শুরু হল সিনেমার শুটিং। সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন মির্জাপুর খ্যাত ‘কালীন ভাইয়া’ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। গত ১৮ নভেম্বর থেকে শুটিং শুরু হয়েছে। চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত। ডুয়ার্সের মেটেলি ব্লকের বিভিন্ন এলাকায় চলছে সিনেমার শুটিং। আর সিনেমার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
ইতিমধ্যে মেটেলির বিডিও অফিস সহ চালসা রেঞ্জের খরিয়ার বন্দর জঙ্গলে চলছে সিনেমার শুটিং। প্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে কাছে পেয়ে প্রচুর মানুষ ইতিমধ্যে শুটিং সেটের বাইরে ভিড় জমাচ্ছেন। প্রত্যেকেই প্রিয় অভিনেতাকে একবার সামনে থেকে দেখতে চাইছেন। সূত্রের খবর, এই সিনেমায় প্রকৃতি, মানুষ ও বন্যপ্রাণী সংঘাতের বিষয়টিকেও তুলে ধরা হবে। সিনেমার বিষয়বস্তু যাই হোক না কেন এখন থেকেই পঙ্কজ ত্রিপাঠীর অনুগামীরা অধীর আগ্রহে বসে রয়েছেন ছবির মুক্তির অপেক্ষায়।
প্রসঙ্গত, সিনেমার শুটিংয়ের জন্য প্রযোজকদের তালিকায় সবার ওপরে থাকে ডুয়ার্স। তবে বিগত দুই বছর থেকে করোনার জেরে পর্যটক থেকে শুরু করে প্রযোজক কারও সেরকম দেখা মেলেনি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের শুরু হল সিনেমার শুটিং।