নয়াদিল্লি: এবার থেকে প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে বলে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায় দেশের সংস্কৃতি মন্ত্রক। গোটা দেশের সঙ্গে বিদেশেও উজ্জাপিত হবে দিনটি।
যদিও এর আগে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে একগুচ্ছ পদক্ষেপ নেয় রাজ্য সরকার। ২৩ জানুয়ারি দিনটি ‘দেশনায়ক দিবস’ হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে ওই দিনটি জাতীয় ছুটি ঘোষণার দাবিও তোলেন তিনি।
এবার সেই দাবির ওপর একপ্রকার সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। এদিন এক সরকারি নির্দেশিকা জারি করে নেতাজির জন্মজয়ন্তীর দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
পাশাপাশি, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মদিনে কলকাতায় একাধিক অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশাপাশি জাতীয় গ্রন্থাগারে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।