পারডুবি: পারডুবিতে অনুষ্ঠিত হবে দু’দিন ব্যাপী পিঠে-পুলি উৎসব। আগামী বছর, ২২ ও ২৩ জানুয়ারি পারডুবি উচ্চ বিদ্যালয়ের মাঠে পিঠে পুলি উৎসব ও বাউলমেলা অনুষ্ঠিত হবে। এইনিয়ে পারডুবি বাজারের পাশে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠান পরিচালন কমিটির সম্পাদক হিসেবে মনোনীত হন প্রশান্ত সরকার, সভাপতি বাবুলাল মণ্ডল, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহা। ১১ জন সদস্যের কমিটি গঠন করা হয়।
আয়োজক কমিটির তরফে জানা গিয়েছে, স্থানীয় উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান মঞ্চ গড়ে তোলা হবে। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে পিঠের কারিগরদের নিয়ে আসা হবে। অনুষ্ঠান চত্বরে পিঠের স্টল বসানো হবে। দু’দিন ব্যাপি অনুষ্ঠিত এই উৎসবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিশিষ্ট বাউল শিল্পীরা বাউল গান পরিবেশন করবেন। কমিটির তরফে ননীগোপাল সরকার জানান, গতবছর করোনার জেরে জের এই অনুষ্ঠান হয়নি। এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উৎসবের আয়োজন করা হচ্ছে।